বাংলাদেশে যেকোনো ধরনের সহিংসতা বন্ধ এবং আরও সংযত হওয়ার যেকোনো বিষয়কে স্বাগত জানায় জাতিসংঘ। সেই সাথে, সরকার গঠনে সবার অংশগ্রহণমূলক প্রক্রিয়াকেও স্বাগত জানায় তারা। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো ব্রিফিংয়ে একথা বলেছেন।
তাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনার পতনের পর শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কি?
জবাবে মুখপাত্র সোটো নিনো বলেন, আমরা স্বাগত জানাই। মনে হচ্ছে, অংশগ্রহণমূলক একটি প্রক্রিয়া; যা সরকার গঠনের জন্য নেয়া হয়েছে। অবশ্যই আমরা আশা করি তা অব্যাহত থাকবে। এছাড়া সহিংসতা কমিয়ে আনা এবং আরও সংযত থাকার বিষয়ে আমরা স্বাগত জানাই।