বাংলা উইকিপিডিয়ার অর্জন বিশ্বে বিশেষভাবে চোখে পড়েছে: উইকিমিডিয়ার সিইও

0
32
উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়ানা ইস্কান্দার

কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হলো মুক্ত জ্ঞানের সবচেয়ে বড় সম্মেলন—উইকিম্যানিয়া ২০২৫। বাংলাদেশ থেকেও কয়েকজন উইকিমিডিয়ান অংশ নেন এই আন্তর্জাতিক আসরে। কনফারেন্স চলাকালে একান্ত সাক্ষাৎকার দেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়ানা ইস্কান্দার।

সাক্ষাৎকারে তিনি বলেন, উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্পগুলোর সবচেয়ে বড় অবদান হতে পারে ‘সুন্দর কাজে এআই-এর ব্যবহার’ নিয়ে আলোচনা করা। তার মতে, প্রযুক্তির কেন্দ্রে মানুষকে রাখতে হবে, যাতে উদ্ভাবনের সুফল বিশ্বকে দেওয়া যায়, আবার নীতি ও মূল্যবোধেও অটল থাকা যায়।

মারিয়ানা আরও জানান, বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সাফল্য তাকে অনুপ্রাণিত করেছে। সম্প্রতি এডিটাথন, পুরস্কার ও বিশেষ অবদানের মাধ্যমে বাংলাদেশের সম্পাদকরা নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন।

২০২১ সালে দায়িত্ব নেওয়া এই মিশরীয় বংশোদ্ভূত মার্কিন সামাজিক উদ্যোক্তা জানান, ভিন্ন ভাষার উইকিপিডিয়ার প্রয়োজন এখনো অটুট। তার মতে, উইকিম্যানিয়া বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে একত্রিত করে মুক্ত জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করছে।

৭ আগস্ট ২০২৫ কেনিয়ার নাইরোবিতে দেওয়া মারিয়ানা ইস্কান্দারের সেই সাক্ষাৎকার—

প্রশ্ন: আমাদেরকে উইকিম্যানিয়া সম্মেলন সম্পর্কে কিছু বলুন। এই সম্মেলন কীভাবে বাংলা উইকিপিডিয়ার মতো ভাষা উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে পারে?

মারিয়ানা: এ বছরের উইকিম্যানিয়া হলো ২০তম আয়োজন, যা আমাদের আন্দোলনের জন্য একটি বড় মাইলফলক। এটি খুবই উত্তেজনাপূর্ণ যে উইকিম্যানিয়া বিশ্বজুড়ে ভ্রমণ করেছে। দুই বছর আগে আমরা ছিলাম এশিয়ায়, সিঙ্গাপুরে, আর গত বছর ছিলাম পোল্যান্ডের কাটোভিৎসে। আর এ বছর প্রথমবারের মতো পূর্ব আফ্রিকার নাইরোবিতে। আমি মনে করি এই বৈচিত্র্য মানুষকে শেখার সুযোগ দেয় যে কত ভাষায় জ্ঞান তৈরি করা যায়, যেমন বাংলায়। আমি খুব খুশি যে আপনারা সবাই এখানে আছেন এবং এটি আমাদের সুযোগ দিচ্ছে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে ও আপনাদের ভাষা সম্পর্কে আরও জানতে।

প্রশ্ন: ভবিষ্যতে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় উইকিম্যানিয়া বা এ ধরনের কোনো আয়োজন করার পরিকল্পনা আছে কি?

মারিয়ানা: এটি আমার সিদ্ধান্ত নয়। উইকিম্যানিয়া প্রক্রিয়াটি সিওটি পরিচালনা করে, যা একটি অত্যন্ত সংগঠিত প্রক্রিয়া, যেখানে অনেক স্বেচ্ছাসেবক আবেদন গ্রহণ করে। আমি আশা করি বাংলাদেশ প্রক্রিয়াটি বুঝে নিয়ে তাতে অংশ নেবে, কিন্তু সিদ্ধান্ত আমার হাতে নয়।

প্রশ্ন: অনেক সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে আলোচনা হয়েছে, যেখানে বলা হচ্ছে AI অনুবাদের মান উন্নত করছে। আপনি কি মনে করেন এতে আলাদা ভাষার উইকিপিডিয়ার প্রয়োজন কমে যাবে? উইকিমিডিয়া ফাউন্ডেশন এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে কীভাবে?

মারিয়ানা: আমার মতে, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর সবচেয়ে বড় অবদান হতে পারে ‘সুন্দর কাজে এআই-এর ব্যবহার’ নিয়ে কথা বলা। প্রযুক্তির কেন্দ্রে যেন মানুষই থাকে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো, আমাদের এমন উপায় খুঁজে বের করতে হবে যাতে এই প্রযুক্তি ও উদ্ভাবনের সেরা দিকগুলো বিশ্বকে দেওয়া যায়, কিন্তু একই সঙ্গে আমাদের নীতি, মূল্যবোধ ও মূল বিশ্বাসগুলোর প্রতি অটল থাকতে হবে। এআই নিয়ে উইকিম্যানিয়ায় আমরা ঠিক এই ধরনের কথোপকথনই করেছি।

প্রশ্ন: বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের জন্য আপনার কোনো বার্তা আছে কি?

মারিয়ানা: আমি সম্প্রতি বাংলা সম্প্রদায়ের অনেক অসাধারণ সাফল্যের কথা জেনেছি। সবগুলো জানি না, তবে জানি আপনারা অনেকেই পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, প্রকল্পে অবদান রেখেছেন এবং এডিটাথনে অংশ নিয়েছেন। আমি শুনেছি একটি বাংলা কিবোর্ডও তৈরি হয়েছে। তাই এই সব অর্জনের জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। উইকিম্যানিয়াতেও আপনাদের শক্তি সবসময়ই বিশেষভাবে চোখে পড়েছে। আমি শুধু সম্প্রদায়ের জন্য শুভকামনা জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই আমাকে সময় দেওয়ার জন্য।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.