একদিন আগে জমকালো আয়োজনে নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের ট্রফি ও বল উন্মোচন হয়েছে। মঙ্গলবার বাফুফে কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে অনুমোদন হয়েছে মেয়েদের এ টুর্নামেন্টের। কিন্তু চার দল নিয়ে অনুষ্ঠেয় ফ্র্যাঞ্চাইজি লিগ কোন মাঠে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
টার্ফের বেহাল দশার কারণে কমলাপুর স্টেডিয়াম নিয়ে আপত্তি অনেকের। বিকল্প হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টটি আয়োজন করতে চায় আয়োজকরা। কিন্তু কিংস অ্যারেনাতে চলেছে সংস্কার কাজ। এর সঙ্গে অতীতের কিছু তিক্ততার কারণে বসুন্ধরা এ মাঠ দিতে চাচ্ছে না। তাই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বসুন্ধরার কিংস অ্যারেনার মাঠ পাওয়ার সম্ভাবনা খুব কম বাফুফের।
মাঠ নিয়ে কিংসের সঙ্গে আলোচনা করবেন বলে গতকাল জানান বাফুফের সদস্য জাকির হোসেন, ‘মাঠ নিয়ে কিছুটা সমস্যায় আছি। আশা করি ১২ তারিখে ঠিক হয়ে যাবে। এরপরই বলতে পারব কোথায় এবং কবে খেলা শুরু হবে। মনে হচ্ছে ২২ মে মাঠে গড়াবে মেয়েদের এ লিগ।’