রাশমিকা মান্দানাকে দিয়ে শুরু, এরপর আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া—কেউই বাদ যাননি। একের পর এক শীর্ষ বলিউড অভিনেত্রীর আপত্তিকর ভুয়া ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু হঠাৎই কেন এভাবে বলিউড তারকাদের লক্ষ্যবস্তু করা হলো? বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
এর আগে নাটালি পোর্টম্যান, এমা ওয়াটসনের মতো শীর্ষ হলিউড অভিনেত্রীদের ভুয়া ভিডিও ভাইরাল হয়েছিল। এখন হচ্ছে বলিউড তারকাদের।
রাশমিকা মান্দানার ভুয়া ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্বভাবতই ব্যাপকভাবে শোরগোল পড়ে যায়, যা নিয়ে পরে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ আরতি সামানি মনে করেন, গত ছয় মাসে এআই ভিডিও আরও পরিশীলিতভাবে তৈরির উপায় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন দেশে ভুয়া ভিডিও তৈরি হওয়ার একটা একটা করণ।
এই বিশেষজ্ঞ বলেন, ‘এখন ব্যাপারটি সহজলভ্য, ফলে খুব কম খরচে বা বিনা খরচে ভিডিও তৈরি করা যাচ্ছে। ভুয়া ভিডিওগুলো প্রায় বাস্তবের মতোই হচ্ছে।’
ভারতের অভিনেত্রীদের একের পর এক ভুয়া ভিডিও তৈরি হওয়ার সম্ভাব্য কারণ জানান সামানি। তাঁর মতে, ভারতে জনসংখ্যার একটি বড় অংশ তরুণ, যাঁরা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।
এসব তরুণের বলিউড ও তারকা সংস্কৃতি নিয়ে প্রবল আগ্রহ রয়েছে। ফলে দ্রুত ভুয়া ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ‘বলিউড তারকাদের নিয়ে কনটেন্ট বানালে খুব সহজেই সেটা ছড়িয়ে পড়ে। এটা থেকে ভালো আয়ও হয়।’