ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড
ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে তখন ২০ জন যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আছে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু বাসটির ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রীনলাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে চালক বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। তাই কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনিনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। দেশটির উদ্ধারকর্মীরা মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। সপ্তাহান্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একটি...
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা...