বঙ্গবাজার অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত দোকান-কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে কর্মসূচি ঘোষণা

0
208
জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সংবাদ সম্মেলন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৯ জুন

আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজারের প্রায় ১৫ হাজার দোকান-শ্রমিক-কর্মচারীর ক্ষতিপূরণের দাবিতে কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল হক বলেন, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত মালিকেরা ব্যবসার জন্য কোটি কোটি টাকা সহায়তা পেয়েছেন। কিন্তু বঙ্গবাজারের প্রায় ১৫ হাজার দোকান-শ্রমিক-কর্মচারী কোনো ক্ষতিপূরণ পাননি। তাঁরা বেতন-ভাতা-বোনাস ছাড়া ঈদুল ফিতর কাটিয়েছেন। তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

আসন্ন ঈদুল আজহার আগে বঙ্গবাজারের দোকান-কর্মচারীদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেওয়ার জন্য সবার প্রতি জোর দাবি জানান আমিরুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দোকান-কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও বঙ্গবাজার দোকান মালিক সমিতির কাছে স্মারকলিপি দেওয়া হবে। ১২ থেকে ১৭ জুনের মধ্যে এই স্মারকলিপি দেওয়া হবে।

বঙ্গবাজারে আছে শুধু ছাই, মানুষের ভিড় কমছে না

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, মেহজাবীন মিতালী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.