মাত্র সাত দিনের ব্যবধানে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান।
রোববার (৪ মে) দেশটির মাশহাদ শহরের এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিশাল একটি মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। পরে সেখানে আগুন লেগে যায়। আকাশের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে।
ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরানের উত্তরাঞ্চলীয় মাশহাদে একটি মোটরসাইকেল কারখানায় শক্তিশালী বিস্ফোরণে টায়ার ও কার্ডবোর্ড ভর্তি একটি গুদামে আগুন ধরে যায়। হতাহতের সংখ্যা নিশ্চিত করতে বা বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি।
মাশহাদ ফায়ার বিভাগের প্রধান জানান, চার হাজার বর্গমিটারের টায়ার এবং কার্ডবোর্ডের গুদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।
বিস্ফোরণটি কীভাবে ঘটল তা এখনও জানা যায়নি। কোনো হতাহাতের খবরও আসেনি।
এর আগে, গত ২৬ এপ্রিল বন্দর আব্বাস বন্দরে এক বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়।