ফের নিজেকে পাক-ভারত যুদ্ধ বন্ধের কৃতিত্ব দিলেন ট্রাম্প

0
12

পাকিস্তান-ভারত যুদ্ধ বন্ধের কারণ হিসেবে আবারও নিজের উদ্যোগকেই কৃতিত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেয়া পোস্টে এমনটি জানান তিনি।

এসময় ট্রাম্প দাবি করেন, তার কারণেই বন্ধ হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধ। এর ব্যাত্যয় হলে দুই দেশের মধ্যেকার লড়াই পরমাণু সংঘাতে গড়াতে পারতো।

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দেয়া পোস্টের স্ক্রিনশট

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে পাকিস্তান-ভারত যুদ্ধ ইস্যুতে। মোদি প্রশাসনের দাবি পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতেই যুদ্ধ বন্ধ করে ভারত।

অবশ্য, ট্রাম্পের দাবির বিরুদ্ধে সরব হয় ভারতের বিরোধী দলগুলো। এরপরই মার্কিন প্রেসিডেন্ট জানান, তার উদ্যোগেই বন্ধ হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। সেই হামলার প্রায় ১৫ দিন পর ভারত সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা পাকিস্তানের নয়টি লক্ষ্যবস্তুকে নিশানা করে সামরিক অভিযান চালায় ভারত। এক পর্যায়ে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় দক্ষিণ এশিয়ার এই পারমাণবিক শক্তিধর দুই দেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.