ফেনীতে শতাধিক গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ২

0
131
পুড়ে যাওয়া অটোরিকশা।

বিএনপির ডাকা নবম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ফেনীতে শতাধিক গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত ভাঙচুর চালান অবরোধ সমর্থনকারীরা। এছাড়া ঝটিকা মিছিলসহ চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ করেছেন যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- ছাত্রদল নেতা ও মেঘনা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা মো. ইকবাল হোসেন (৩৫) ও ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি (৪০)।

জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, ব্যাংক কর্মকর্তা ছুটি নিয়ে ফেনীতে এসে ছাড়িপুরে গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ পুলিশ তাকে আটক করে। এছাড়া যুবদল নেতা সালমান ইসলামপুর রোডে গাড়িতে অগ্নিসংযোগ করার সময় ধরা পড়েন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.