ফেডারেশন সভাপতিদের অপসারণ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

0
50
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
দীর্ঘ ১৬ বছর ধরে দেশের ক্রীড়াঙ্গন শাসন করে আসছিল আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সহযোগীরা। কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়াতে বিপাকে পড়তে হয়েছে তাদের। ফুটবল ও ক্রিকেট বাদে দেশের অন্য সকল ফেডারেশনের সভাপতি সরকার থেকে মনোনয়ন পায়। আর প্রায় সব জায়গাতেই সাবেক সরকারের পরিচিত ব্যক্তিরা পদ দখল করেছিলেন।
 
তবে শেখ হাসিনা সরকারে পতনের পর দাবা এবং কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাকিসব ফেডারেশনগুলোও।
 
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতি মন্ত্রণালয় বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশনের সভাপতিদের অপসারণ করার বিষয়টি নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
 
একটি প্রজ্ঞাপনে নতুন সভাপতি নিয়োগ প্রদানের লক্ষ্যে সকল ফেডারেশনের সভাপতি অপসারণের উল্লেখ থাকলেও, আরেকটি প্রতিস্থাপিত প্রজ্ঞাপনে অবশ্য সকল ফেডারেশনের সভাপতি উল্লেখ নেই।
 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে উক্ত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এতদ্বারা অপসারণ করিল।
 
এক নজরে দেখে নিন যেসব ফেডারেশনের সভাপতিদের অপসারণ করা হয়েছে:
 
ক্রমিক নং ফেডারেশনের নাম
০১ বাংলােদশ ব্যাডমিন্টন ফেডারেশন
০২ বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন
০৩ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন
০৪ বাংলাদেশ জুডো ফেডারেশন
০৫ বাংলাদেশ কারাতে ফেডারেশন
০৬ বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন
০৭ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন
০৮ বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন
০৯ বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন
১০ বাংলাদেশ আর্চারি ফেডারেশন
১১ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা
১২ বাংলাদেশ আমেচার বক্সিং ফেডারেশন
১৩ বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন
১৪ বাংলাদেশ বাশাআপ ফেডারেশন
১৫ বাংলাদেশ রাগবি ফেডারেশন
১৬ বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন
১৭ বাংলাদেশ বেসবল সফটবল ফেডারেশন
১৮ ন্যাশনাল প্যারা অলিম্পিক অব বাংলাদেশ
১৯ বাংলাদেশ সাফিং অ্যাসোসিয়েশন
২০ বাংলাদেশ মাউন্টেরিয়ারিং অ্যাসোসিয়েশন
২১ বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন
২২ বাংলাদেশ সেফাক টাকরো অ্যাসোসিয়েশন
২৩ বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন
২৪ বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন
২৫ বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশন
২৬ বাংলাদেশ উশু ফেডারেশন
২৭ বাংলাদেশ ক্যারাম ফেডারেশন
২৮ বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন
২৯ বাংলাদেশ টেনিস ফেডারেশন
৩০ বাংলাদেশ এ্যামেচার রেসিলিং ফেডারেশন
৩১ বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন
৩২ বাংলাদেশ কন্ট্রি গেমন অ্যাসেসিয়েশন
৩৩ বাংলাদেশ গ্লোবাল অ্যাসেসিয়েশন
৩৪ বাংলাদেশ ভলিবল ফেডারেশন
৩৫ বাংলাদেশ স্কোয়াশ ব্যাকেটস ফেডারেশন
৩৬ বাংলাদেশ রোইং ফেডারেশন
৩৭ বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়াডো অ্যাসেসিয়েশন
৩৮ বাংলাদেশ ঘুড়ি অ্যাসেসিয়েশন
৩৯ বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন
৪০ বাংলাদেশ খিউকুশিন কারাতে অ্যাসেসিয়েশন
৪১ বাংলাদেশ খো খো ফেডারেশন
৪২ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.