ফুটবল ছাড়লেন ‘সুপারম্যান’ ইব্রা

0
131
ইব্রা

দিন তিনেক আগেই নিজেকে ‘সুপারম্যান’ দাবি করে ইব্রাহিমোভিচ জানিয়েছিলেন, ‘এখনো অবসর নেওয়ার সময় হয়নি।’ তিন দিন পার না হতেই এবার অবসরের ঘোষণা দিয়ে ফেললেন ইব্রা। গত রাতে সান সিরোর দর্শকদের সামনে ইব্রা বলে দিলেন, ‘ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।’

এসি মিলান-ভেরোনা ম্যাচের আগে তার ক্লাব নিশ্চিত করেছিল, মৌসুম শেষে মিলান ছাড়বেন ইব্রা। মিলানে তার মেয়াদ ফুরানোর তাকে নিয়ে নতুন করে আগ্রহ দেখায়নি কেউ। তিনি তাই আর ক্যারিয়ার লম্বা করেননি জানিয়ে দিয়েছেন অবসর।

ম্যাচ শেষে ইব্রাকে মাঠে গার্ড অব অনার দিয়েছে মিলানের খেলোয়াড় ও স্টাফরা। মিলান সুপারস্টারকে বিদায় জানাতে সমর্থকরা নানা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে আসেন। চোখের জলে তারা বিদায় জানান কিংবদন্তিকে।

৪২ ছুঁইছুঁই ইব্রার বিদায়ে অবসান হলো তার ২৪ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ার। ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে ফুটবলকে বিদায় জানিয়ে ইব্রা বলেন, ‘প্রথমবার যখন আমরা মিলানে এলাম, আপনারা আনন্দ দিয়েছিলেন। দ্বিতীয়বার ভালোবাসা। আমার অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছিলেন, আমাকে বরণ করে নিয়েছিলেন। পুরোটা সময় মিলানের ভক্ত হয়ে থাকব।’

অবসর নিয়ে ইব্রা জানান, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক। সাংবাদিকরা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করলে কী বলব এ আতঙ্কে থাকতাম এত দিন। এখন বলব, আমি প্রস্তুত। তবে দীর্ঘ ক্যারিয়ারের জন্য পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার-খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।’

ইনজুরির কারণে এই মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন ইব্রা। মিলানের জার্সিতে নিজের শেষ মৌসুমে মাত্র চার ম্যাচে খেলেছেন তিনি। দুই দফায় এসি মিলানের জার্সিতে ১৬৩ ম্যাচে ৯৩ গোল করেছেন ইব্রা।

২০০১ সালে সুইডেন জাতীয় দলের হয়ে অভিষেকের পর ১২১ ম্যাচে ৬২ গোল করেন তিনি। সুইডেনের সর্বকালের সেরা গোল স্কোরার তিনি। ২৪ বছরের ক্যারিয়ারে মোট ৯টি ক্লাবে খেলেছেন সুইডিশ এই তারকা। ১৯৯৯ সালে সুইডিশ ক্লাব এফসি মালমোর হয়ে ক্যারিয়ার শুরু হয় ইব্রার। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে মাঠ মাতান জ্বলাতন ইব্রাহিমোভিচ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.