ফারিয়া লিখলেন, ‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’

0
40
নুসরাত ফারিয়া।

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ ব্যক্তিগত নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, গায়ক ইমরানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

নাট্যকার মাসুম রেজা এখন যুক্তরাজ্যে। সেখানে তাঁকে সফল ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে প্রবাসী বাঙালিদের সামনে কথা বলতে হয়। অনুপ্রেরণামূলক বক্তব্যের সময়ের সেই ছবি পোস্ট করে অভিনেতা স্বাধীন খসরু লিখেছেন, ‘কথা সত্য, প্রমাণ করতে পেরেছেন তিনি মাসুম রেজা!’ সেই পোস্টে মাসুম রেজা মন্তব্য করেছেন, ‘আপনাদের সান্নিধ্যে দারুণ একটা সন্ধ্যা কাটালাম স্বাধীন ভাই।’
নাট্যকার মাসুম রেজা এখন যুক্তরাজ্যে। সেখানে তাঁকে সফল ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে প্রবাসী বাঙালিদের সামনে কথা বলতে হয়। অনুপ্রেরণামূলক বক্তব্যের সময়ের সেই ছবি পোস্ট করে অভিনেতা স্বাধীন খসরু লিখেছেন, ‘কথা সত্য, প্রমাণ করতে পেরেছেন তিনি মাসুম রেজা!’ সেই পোস্টে মাসুম রেজা মন্তব্য করেছেন, ‘আপনাদের সান্নিধ্যে দারুণ একটা সন্ধ্যা কাটালাম স্বাধীন ভাই।’ছবি: ফেসবুক

আজ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি সিনেমার পোস্টার ভাগাভাগি করে লিখেছেন, ‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।’
আজ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি সিনেমার পোস্টার ভাগাভাগি করে লিখেছেন, ‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।’ছবি: ফেসবুক

সংগীতশিল্পী ইমরান ব্যস্ত নতুন গান নিয়ে। এই গান নিয়ে ভক্তদের জানিয়ে দিলেন, ‘“পারব না তোমাকে ছাড়তে” শিরোনামে গানটি নিয়ে আসছি। আমার সঙ্গে গানটি গেয়েছে ঈশিকা। অভিনয় করেছি আমি নিজেই। আমার সঙ্গে আছে পায়েল।’
সংগীতশিল্পী ইমরান ব্যস্ত নতুন গান নিয়ে। এই গান নিয়ে ভক্তদের জানিয়ে দিলেন, ‘“পারব না তোমাকে ছাড়তে” শিরোনামে গানটি নিয়ে আসছি। আমার সঙ্গে গানটি গেয়েছে ঈশিকা। অভিনয় করেছি আমি নিজেই। আমার সঙ্গে আছে পায়েল।’ছবি: ফেসবুক

একসঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েই তাঁদের প্রেম। পরে তাঁরা বিয়ে করেন। স্বামীর সঙ্গে ছবিটি পোস্ট করে অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘আমাকে পাহাড়ে নিয়ে যাও।’ তাঁর স্বামী নাট্যকার আবু সাঈদ রানা।
একসঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েই তাঁদের প্রেম। পরে তাঁরা বিয়ে করেন। স্বামীর সঙ্গে ছবিটি পোস্ট করে অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘আমাকে পাহাড়ে নিয়ে যাও।’ তাঁর স্বামী নাট্যকার আবু সাঈদ রানা।ছবি: ফেসবুক

অভিনেতা শাহেদ আলী সুজন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শুধু খারাপ কেউ হন না। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ রয়েছে। শুধু দোষ না ধরে সেই ভালো গুণও বের করে আনা উচিত।’
অভিনেতা শাহেদ আলী সুজন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শুধু খারাপ কেউ হন না। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ রয়েছে। শুধু দোষ না ধরে সেই ভালো গুণও বের করে আনা উচিত।’ছবি: ফেসবুক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.