ফারমার্স ব্যাংকের বাবুল চিশতিসহ তিনজনের অর্থদণ্ড

অর্থ আত্মসাৎ মামলা

0
159
বাবুল চিশতি

ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ তিনজনকে ২০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন আজ মঙ্গলবার তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে বাবুল চিশতিকে ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম শামীমকে ৫ লাখ ৬০ হাজার ২০২ টাকা এবং সাবেক ইভিপি ও হেড অব আইটি শাহ আজমকে ৫ লাখ ৭৪ হাজার ২৬৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থ আগামী ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ঠ ব্যাংকে জমার নির্দেশ দিয়েছেন আদালত।

ক্ষমতার অপব্যবহার করে বিজনেস মিটিংয়ের নামে ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৮ আগস্ট রাজধানীর গুলশান থানায় বাবুল চিশতির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। ২০২০ সালের ২১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে ১১ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.