ভারত হয়ে বাংলাদেশে এসেছেন এই ফ্রিল্যান্স সাংবাদিক। মোন্তাগ বলেন, ‘আশা করি, আর্জেন্টিনা যে বিশ্বের সেরা ফুটবল দল, সেটা তারা প্রমাণ করবে। আর এই বিশেষ মুহূর্তে আমি আর্জেন্টাইন হিসেবে বাংলাদেশে থেকে এক অন্য রকম অভিজ্ঞতা নেব।’ বাংলাদেশের ইলিশ মাছ খেয়ে তাঁর খুব ভালো লেগেছে বলে জানান মোন্তাগ।
আজ রাতে মোন্তাগ খেলা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানকার অভিজ্ঞতা ভিন্ন রকম হবে বলেই আশা করেন তিনি। ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জেতার বছর মোন্তাগ খুবই ছোট ছিলেন। শিরোপার উন্মাদনা খুব বেশি উপভোগ করতে পারেননি তিনি। তাই মেসির হাতে বিশ্বকাপ ওঠার পর সেই উন্মাদনা পুষিয়ে নিতে চান।