স্বপ্নের ফাইনাল খেলার লড়াইয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ১৩৬ রানে থামিয়ে দিয়েছে জাকের আলীর দল। ফাইনালে উঠতে জয়ের জন্য এখন বাংলাদেশকে করতে হবে ১৩৬ রান।
ম্যাচের শুরুতেই ভয়ঙ্কর রূপ দেখান তাসকিন আহমেদ ও শেখ মেহেদি। প্রথম দুই ওভারেই তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। সেই চাপ কাটিয়ে উঠতে না পেরে অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই হারায় আরও তিন ব্যাটার।
শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হারিস, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। হারিস করেন ২৩ বলে ৩১ রান, শাহিন ১৩ বলে ১৯ এবং নওয়াজ দ্রুতগতির ১৫ বলে ২৫ রান করেন। তবে তাতেও ৮ উইকেটে ১৩৫ রানের বেশি যেতে পারেনি পাকিস্তান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। দুইটি করে উইকেট শিকার করেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন।
এদিনও ইনজুরি সমস্যার কারণে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই টস করতে নামেন জাকের আলী। দলে পরিবর্তন এসেছে বেশ কিছু। বাদ পড়েছেন সাইফউদ্দিন আহমেদ, তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদি ও তানজিম হাসান সাকিব।
পরিসংখ্যানের দিক থেকে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সমানে সমান লড়ছে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৫টি টি-টোয়েন্টিতে, যেখানে টাইগারদের জয় মাত্র ৫টি। এশিয়া কাপে ১৫ ম্যাচে জয়ের সংখ্যা ২। তবে ২০২৪ সাল থেকে এ পর্যন্ত সব ফরম্যাটে ৮টি ম্যাচে মুখোমুখি হয়ে ৪টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।
স্বপ্নের ফাইনালে যেতে এখন ব্যাটসম্যানদের দায়িত্বই বড় লক্ষ্য মাত্র ১৩৬ রান।