ভুটানের জালে আরেকটি গোল, ঋতুপর্ণাদের (ডানে) আরেকবার উদ্যাপন, বাফুফে
দলে সিনিয়র-জুনিয়র বিতর্ক পেরিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার চূড়ান্ত ধাপে এখন বাংলাদেশ। সেমিফাইনালে আজ ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। যেকোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠার আনন্দই আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আনন্দটা আরও বেশিই হওয়ার কথা।
কিন্তু ম্যাচ শেষে খুব বেশি আনন্দ করেননি বাংলাদেশের মেয়েরা। দলকে প্রথম গোলটি এনে দেওয়া ঋতুপর্ণা চাকমাকে প্রশ্নটা করা হয়েছিল, জয়-উদ্যাপনে এত কৃপণতা কেন? ঋতুপর্ণা জানালেন উদ্যাপনটা তুলে রেখেছেন ফাইনালের জন্য। তাঁর কথা, ‘বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছিলাম আমরা, ম্যাচ বাই ম্যাচ খেলে সেমিফাইনালে উঠব। সেমিফাইনাল শেষে ফাইনালে উঠব। ফাইনালে ওঠা খুব বড় ব্যাপার। আমরা খুবই আনন্দিত। তবে আমরা ফাইনালের পর উদ্যাপন করব, যদি ভালো রেজাল্ট হয়।’ভুটানকে ৭–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল, বাফুফে
ফাইনালে কয়টা গোল করবেন? এমন প্রশ্নও তাঁকে শুনতে হয় বাংলাদেশি সাংবাদিকদের কাছ থেকে। উত্তরে ঋতুপর্ণা বলেন, ‘এটা এখন বলতে পারব না। খেলার ওপর সবকিছু নির্ভর করবে। তিন দিন হাতে আছে। এই সময়ে আমরা ফাইনালের জন্য প্রস্তুতি নেব।’
সেমিফাইনালের আগে অনুশীলন মাঠে ঋতুপর্ণা হেসে মজা করে বলছিলেন, ‘আমার কপালে গোল জোটে না।’ আর বলেছিলেন গোল করার চেয়ে করানোর চেষ্টাই বেশি থাকে তাঁর। তবে আজ দশরথ রঙ্গশালার সবুজ মাঠে সপ্তম মিনিটে পেনাল্টি বক্সের কোনা থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে যেভাবে লক্ষ্যভেদ করেন রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সেই গোল দেখেই আভাস মিলছিল দিনটা হয়তো ভালোই যাবে বাংলাদেশ। মিথ্যা হয়নি সেই অনুমান। ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার খুব কাছে এখন লাল–সবুজের মেয়েরা।
ম্যাচ শেষে বাংলাদেশের মেয়েরা যখন বাসে উঠতে যাবেন, ঠিক তখন নেপালি সেলফিশিকারিদের কবলে পড়েন ঋতুপর্ণাসহ আরও কয়েকজন। ঋতুপর্ণার সঙ্গে ছবি তুলতে বেশি আগ্রহ দেখা গেছে নেপালি সমর্থকদের।
ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড মারা গেছেন। গতকাল শনিবার ৮৮ বছর বয়সী এই নাট্যকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর এজেন্সি। টম স্টপার্ড ১৯৯৮ সালের চলচ্চিত্র...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ ২৬ হাজার কোটি টাকা বাড়ছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের খরচ বাড়ছে। এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ...