রেফারি নিয়ে আপত্তিটা আগে থেকেই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। গতকাল ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হারের পর মোহামেডান কোচ আলফাজ আহমেদ কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রেফারিকেই। ‘গ্যালারির দর্শকরা দেখতে পেয়েছে এটা আসলে খুবই বাজে রেফারিং হয়েছে। খেলার শুরু থেকেই বাজে ট্যাকল করা হচ্ছিল। আমাদের বিরুদ্ধে রেফারি যেভাবে বাঁশি বাজিয়েছেন, সে ক্ষেত্রে সামনের দিকে চিন্তা করা উচিত যে আরও ভালো মানের রেফারি পাওয়া যায় কিনা।’
ফেডারেশন কাপে আবাহনীর সমান ১২টি ট্রফি জেতা হয়নি সাদা-কালো জার্সিধারীদের। তাই কিংস রেফারির সহায়তা পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বলেই ইঙ্গিত মোহামেডান কোচ আলফাজের, ‘তাই বলে আমি মনে করি না ফেডারেশন কাপের ট্রফিটি আমাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে। আসলে রেফারির সাপোর্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। খেলে জিততে হবে, খেলে চ্যাম্পিয়ন হতে হবে। দর্শকরা আজ এটাই দেখেছেন, সবাই দেখেছে। আমি আর কিছু বলব না যে, রেফারিংয়ের মান কী রকম ছিল।’
হারলেও পুরো ম্যাচে যেভাবে দর্শকরা সাপোর্ট দিয়েছেন, তাতে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন আলফাজ, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভাগ্য সহায় ছিল না, তাই ফাইনালে হেরে গেলাম। তবে দর্শকরা আমাদের অনেক সমর্থন দিয়েছেন। এত রোদের মধ্যে এসে তারা খেলা দেখেছেন। সবাইকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর বলার কী আছে? তারা খেলাটা উপভোগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের খালি হাতেই ফিরে যেতে হলো।’
মোহামেডান যখন রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, বসুন্ধরা কিংস তখন ট্রেবল জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে। কোচ অস্কার ব্রুজোনের কাছে ট্রেবল জেতার আনন্দ অন্যরকম, ‘ট্রেবল জেতাটা আনন্দের। আমরা যে ফুটবলে উন্নতি করছি, ট্রেবল জেতাটাই তার প্রমাণ। আজকের ম্যাচটা টাফ ছিল। প্রতিপক্ষ ভালো ফুটবল খেলেছে। খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস ছিল। তারা আস্থার প্রতিদান দিয়েছে।’