ফরিদপুরে পাওয়া বোমাটি শক্তিশালী আইইডি, উদ্ধারের ২৪ ঘণ্টা পর করা হলো নিষ্ক্রিয়

0
20
ফরিদপুরে পাওয়া বোমাটি নিষ্ক্রিয় করার মুহূর্তে

ফরিদপুরে পাওয়া বোমাটি রোববার (১১ জানুয়ারি) সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা। তারা জানিয়েছে, বোমাটি রিমোর্ট কন্ট্রোল নিয়ন্ত্রিত শক্তিশালী ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল।

সকাল ১০ টার দিকে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরা কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির বিষ্ফোরণ ঘটনায়। এসময় আশপাশে উৎসাহী জনতার ভিড় থাকলেও তাদের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

যখন বিষ্ফোরণ হয়, তখন প্রচণ্ড শব্দে আশপাশ কেঁপে ওঠে। ৪০ থেকে ৫০ ফুট উচ্চতায় উঠে যায় বোমার অংশ গুলো।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ পাশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথবাহিনী । উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়েই বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। আর উদ্ধারের পরপরই থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.