দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাক পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইসলামাবাদে আসছেন।
বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি, সিনিয়র মন্ত্রীরা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবেন। খবর জিও নিউজের
তার অবস্থানকালে পেজেশকিয়ান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম সরকারি পাকিস্তান সফর।
এই সফর দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহেদী সানাইয়ের মতে, পেজেশকিয়ানের সফরের সময় ‘সাংস্কৃতিক ও ব্যবসায়িক অভিজাতদের’ সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং আলোচনার পরিকল্পনাও রয়েছে।
এর আগে, তিনি ৩০ জুলাই একটি এক্স পোস্টে বলেছিলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক মাত্রাকে অন্তর্ভুক্ত করে।’ প্রাদেশিক ও সীমান্ত সহযোগিতার উন্নয়ন, সেইসঙ্গে বর্তমান ৩ বিলিয়ন ডলার থেকে বাণিজ্য বৃদ্ধি, এই সফরের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বলেও জানান তিনি।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন দিনের সরকারি সফরে পাকিস্তানে গিয়েছিলেন।