প্রথমবারের মতো ভারত থেকে এলো ৫০ টন নারকেল

0
124
ভারত থেকে ৫০ টন নারকেল আমদানি

প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হলো নারকেল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় ২ ট্রাকে ৫০ টন নারকেল আমদানি করা হয়েছে।

জানা যায়, হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত টেড্রার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে নারকেলগুলো আমদানি করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি জানান, বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ টন নারকেল আমদানি হয়েছে। ভারত থেকে প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে নারকেল আমদানি হলো। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারকেল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমদানিকারক প্রতিষ্ঠানকে সঙ্গনিরোধ সনদ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল ইসলাম বলেন, ভারতে প্রতি টন নারকেল কিনতে ২৫০ ডলার খরচ পড়েছে। আমার প্রতিষ্ঠানের নামে কাল-পরশু আরও ছয় ট্রাক নারকেল আসবে। ঢাকা ও চট্টগ্রামে এসব নারকেলের চাহিদা বেশি। পরিবহন খরচ ও বন্দরে অন্যান্য চার্জ পরিশোধ করে আগে হিসাব–নিকাশ করে দেখি, তারপর দাম বলা যাবে যেখানে পাঠালে পরতা (লাভ) বেশি হবে, সেখানে পাঠাব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.