প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

0
15
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম
চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে এফডিসিতে আসা-যাওয়া বেড়েছে নির্মাতাদের। এর মাঝেই হঠাৎ এফডিসিতে হাজির হয়ে চমকে দেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এবারই প্রথম এফডিসিতে গেলেন তিনি।
 
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে মত বিনিময় করে পরিচালক সমিতি। দুই পক্ষের উপস্থিতিতে এ দিন বেশ আনন্দঘন হয়ে ওঠে এফডিসির পরিবেশ।
 
তাদের বিদায়ের পরপরই এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতি) প্রাঙ্গণে উপস্থিত হন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সমিতির অভ্যন্তরে তাকে স্বাগত জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।
 
এ বিষয়ে উপমহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, তথ্য উপদেষ্টা মহোদয় আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। হঠাৎ করেই এফডিসি ভিজিটে আসেন তিনি। আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। প্রায় বিশ মিনিটের মতো এফডিসিতে ছিলেন। এ সময় আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তিন। একপর্যায়ে চলচ্চিত্র উন্নয়নে তার কিছু পদক্ষেপের সার-সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন।
 
তিনি আরও বলেন, খুব শিগগিরই চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
 
এর আগে, গত ১৩ অক্টোবর এই মন্ত্রণালয়ের ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব তনয়ের সঙ্গে এফডিসিতে অবস্থানরত নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের সঙ্গে আলোচনা হয়।
 
এ দিন আলোচনায় সরকারের নেওয়া চলচ্চিত্র এবং এফডিসির সংস্কারে কিছু পদক্ষেপ নিয়ে শিগগিরই সকলের সঙ্গে বসবেন বলে আশ্বস্ত করেছিলেন তনয়। ওই বৈঠকের প্রায় দুই মাস পর গতকাল এফডিসিতে আন অফিসিয়াল সফর করেন।
 
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, সংক্ষিপ্ত হলেও আমাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে। ভীষণ আন্তরিক তিনি। আমাদের থেকেও চলচ্চিত্র উন্নয়নে মতামত চেয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের মতামতগুলো দ্রুত উপদেষ্টার সামনে তুলে ধরতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.