প্রথম বর্ষের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার, জেনে নিন আবেদনের নিয়ম

0
181
মডেল: ইভা

২০২২-২৩ অর্থবছর থেকে বৃত্তিটি প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে এই লিংকে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলি:

১. উপবৃত্তি প্রাপ্তির জন্য ডিগ্রি (পাস) বা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

২. নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।

৩. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের মোট বার্ষিক আয় এক লাখ টাকার কম হতে হবে। অভিভাবক বা পিতা-মাতা যদি সিটি করপোরেশন এলাকার বাসিন্দা হন, তাহলে মোট জমির পরিমাণ ০.০৫ শতাংশের কম হতে হবে। অন্যান্য এলাকায় ক্ষেত্রে ০.৭৫ (দশমিক পঁচাত্তর) শতাংশের কম হতে হবে।

আবেদনের সময়সীমা:

১৫ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। চলবে আগামী ৬ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.