কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম অঘটন ঘটে আর্জেন্টিনার সঙ্গে। শেষ অঘটন ঘটেছে ব্রাজিলের সঙ্গে। শনিবার শুরু হচ্ছে নকআউট পর্বের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুর একাদশ ঘোষণা করেছে ডাচ ও মার্কিনরা।
শক্তির বিচারে এগিয়ে থাকা ডাচরা এই ম্যাচে তিন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে নামছে। একাদশে আছেন ভার্জিল ভ্যান ডাইক, নাথান একে ও জুরিয়েন টিম্বার। বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ ও দামি সেন্ট্রাল ডিফেন্ডার ম্যাথিউস ডি লিখট আছেন বেঞ্চে। আক্রমণে কোডি গাকপোর সঙ্গে মেম্পিস ডিপাই আছেন।
ইরানের বিপক্ষে জিতে নকআউটে এসেছে যুক্তরাষ্ট্র। তাদের একাদশে আছেন ক্রিস্টিয়ান পুলিসিক, জেসুস ফেরেইরা এবং ম্যাককেনি, মুসাহরা। শক্তিতে পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ডাচদের কঠিন পরীক্ষা নিতে পারে।
নেদারল্যান্ডসের একাদশ: আন্দ্রিয়েস নোপার্ট, নাথান একে, ভ্যান ডাইক, জুরিয়েন টিম্বার, ডেভিড ব্লাইন্ড, ফ্রেঙ্কি ডি জং, ডি রুন, ডেঞ্জেল ডামফ্রাইস, ডেভি ক্লাসেন, মেম্পিস ডিপাই, কোডি গাকপো।
যুক্তরাষ্ট্রের একাদশ: ম্যাট টার্নার, এন্টনি রবিনসন, টিম রিয়াম, ওয়াকার জিমারম্যান, সের্গিয়ানো ডেস্ট, ওয়েস্টন ম্যাককেনি, টেইলর অ্যাডামস, ইউসুফা মুসাহ, ক্রিস্টিয়ান পুলিসিক, টিমোথি ওয়াহ, জেসুস ফেরেইরা।