প্রথম আলোর সামনে আজও আন্দোলনকারীদের অবস্থান

0
5
রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজও অবস্থান নেয় আন্দোলনকারীরা।

রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজও অবস্থান নেয় আন্দোলনকারীরা। কয়েকশ ব্যক্তি সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে সেখানে ঘণ্টাখানেক অবস্থান নেন। প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে, এমন অভিযোগে বিক্ষোভকারীরা সেখানে ঘণ্টাখানেক থাকার পর তাদের কর্মসূচি শেষ করার ঘোষণা দেন। পরবর্তীতে আবারও নতুন কর্মসূচি দেয়ার কথা জানান।

এর আগে দুপুর থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরা প্রথম আলোর সামনে বিক্ষোভ করলে গণমাধ্যমটির কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়।

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজকের এই আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন।

এর আগে, গতকাল রোববার সকাল থেকে প্রথম আলোর কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’ কর্মসূচি পালন করেন ‘বাংলাদেশ জনগণ’ ব্যানারে কিছু মানুষ। এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের চলে যেতে বললে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। আজ তারা ছাড়া পেয়েছেন বলে জানা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.