প্রচারের শুরুতেই আচরণবিধি ভাঙলেন যুবলীগ নেতা মাইনুল

0
131
মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাইনুল হোসেন খানের নির্বাচনী সমাবেশ

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল) মিরপুরের শাহ আলী মাজার থেকে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রতীক বরাদ্দ পেয়ে আজ সোমবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে তিনি প্রচারণা শুরু করেন।

প্রচারণার শুরুতেই মাইনুল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি শাহ আলী মাজারের মূল ফটকের ভেতরে সমাবেশ করেন।

পূর্বনির্ধারিত এই কর্মসূচি উপলক্ষে বিকেল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন। নেতা-কর্মী ও সমর্থকদের বসার জন্য মাজারের মূল ফটকের ভেতরে চেয়ারেরও ব্যবস্থা করা হয়। এই সমাবেশে কয়েক হাজার মানুষের জমায়েত হয়।

সমাবেশ শেষে সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিপুলসংখ্যক নেতা-কর্মীদের নিয়ে মাইনুল হোসেন মিরপুরের শাহ আলী মাজার থেকে বেরিয়ে মূল সড়কে নেমে নির্বাচনী প্রচারণা চালান। তাঁরা নৌকার সমর্থনে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। মাইনুল হোসেন নেতা-কর্মীদের নিয়ে মাজার গেট থেকে গাবতলী অভিমুখী সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মাজার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করিতে পারে এমন কোন সড়কে জনসভা কিংবা পথসভা করিতে পারিবে না এবং তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তিও অনুরূপভাবে জনসভা বা পথসভা ইত্যাদি করিতে পারিবে না।

মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাইনুল হোসেন খানের নির্বাচনী সমাবেশ
মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাইনুল হোসেন খানের নির্বাচনী সমাবেশ

তবে মাইনুল হোসেন বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে শোডাউন দেওয়ার কারণে শাহ আলী মাজারের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এই সড়কে যানজটের সৃষ্টি হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.