প্যারিসে বাইলসের তৃতীয় স্বর্ণ

0
38

আর্টিস্টিক জিমন্যাস্টিকসের সর্বকালের অন্যতম সেরা সিমোন বাইলস। রিও অলিম্পিকে চার স্বর্ণ জিতেই ওই খেতাব পেতে শুরু করেন তিনি। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেও বাইলস ওই সেরার তালিকা থেকে সরে যাননি।

এবার প্যারিস অলিম্পিকে চেনা ছন্দে ফিরে যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াবিদ জিমন্যাস্টিকসের সর্বকালের সেরা কিনা ওই প্রশ্ন সামনে এসে গেছে। দলীয় ও ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের পর প্যারিসে আরও একটি স্বর্ণ জিতেছেন তিনি। ক্যারিয়ারের সপ্তম অলিম্পিক স্বর্ণ এখন তার নামের পাশে।

বাইলস এদিন ভল্টে স্বর্ণ জিতেছেন। প্যারিসে তার দ্বিতীয় স্বর্ণ এসেছিল অলরাউন্ড থেকে। এদিন রৌপ্য জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। তিনিই বাইলসের সবচেয়ে কাছাকাছি আসতে পেরেছিলেন। অলরাউন্ডেও আন্দ্রাদে বেশ লড়াই করেছিলেন। যে কারণে তার বিপক্ষে খেলতে কিছুটা চাপে ছিলেন বলে জানিয়েছেন বাইলস।

বাইলস এ নিয়ে অলিম্পিক ইতিহাসের তৃতীয় জিমন্যাস্ট হিসেবে ১০টি পদক জয়ের কীর্তি গড়েছেন। তার সামনে আরও দুটি ইভেন্টের ফাইনাল আছে। যে দুটিতে পদক পেলে তিনি চেকো স্লোভাকিয়ার ভেরা চাসলাভাস্কাকে (১১) ছাড়িয়ে যাবেন। অলিম্পিক ইতিহাসে ১৮টি পদক নিয়ে সবার ওপরে আছেন সোভিয়েত ইয়নিয়নের লারিসা লিটনিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.