আগামী বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। নারী ফুটবল অলিম্পিক গেমসের অন্যতম ইভেন্ট। অলিম্পিকে এশিয়ার কোটার জন্য বাছাই পর্ব শুরু হচ্ছে। আজ বাছাইয়ের প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
এএফসি’র কার্যালয় মালয়েশিয়ায় ২৬ দলের বাছাই গ্রুপিং হয়েছে। সেখানে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। সাবিনা খাতুনদের গ্রুপে অন্য প্রতিপক্ষরা হলো দক্ষিণ এশিয়ার আরেক দেশ মালদ্বীপ, ইরান ও মায়ানমার। এই গ্রুপের স্বাগতিক কারা সেটি এখনো প্রকাশ করেনি এএফসি। বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো ৩-১১ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে।
মোট ২৬ দলকে সাত গ্রুপে ভাগ করা হয়েছে। পাঁচ গ্রুপে চারটি করে ও দুই গ্রুপে তিনটি করে দল রয়েছে। সাত গ্রুপের চ্যাম্পিয়ন দল অলিম্পিক বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলবে। সাত গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে পরবর্তী বাছাইয়ে যুক্ত হবে শীর্ষ পাঁচ বাছাই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া ও জাপান।