পোড়া কাপড় কিনে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তাহসান খান, বুবলীরা

0
180
তাহসান ও বুবলী

৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়েছে, ধূলিসাৎ হয়েছে লাখো মানুষের স্বপ্ন। বঙ্গবাজারে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সামর্থ্যবান মানবিক মানুষ ও দাতব্য সংস্থা। দেশের শোবিজ তারকাদেরও কেউ কেউ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি সামর্থ্যবানদেরকেও পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন এসব তারকা শিল্পী।

এরই মধ্যে পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী তাহসান খান, চিত্রনায়িকা শবনম বুবলী।
অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা পোড়া কাপড় সংগ্রহ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ। সেগুলো বিক্রির অর্থ দিয়ে তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে সংস্থাটি।

আজ বুধবার বিদ্যানন্দের কাছ থেকে এক লাখ টাকা দিয়ে একটি পোড়া লুঙ্গি কিনেছেন তাহসান খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যেকোনো দুর্যোগে একতাবদ্ধ থাকলে মোকাবিলা করতে পারি। বঙ্গবাজারের বিষয়টি তেমনই। হয়তো আমরা সব ক্ষতি পুষিয়ে দিতে পারব না। কিন্তু যতটুকু পারি, ততটুকুই করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তাহসান খানের কথা, ‘মূল বিষয় হলো, টাকাটা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে যাওয়া। অনেক দিন ধরেই বিদ্যানন্দের সঙ্গে আছি। আমরা তারকারা সংস্থাটির কাছ থেকে প্রতীকী অর্থে পোড়া কাপড় কিনছি, সেই তহবিল দিয়ে সংস্থাটি বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকদের কাছ থেকে বেশি মূল্যে পোড়া কাপড় সংগ্রহ করছে। তবে যত দ্রুত তহবিল সংগ্রহ সম্ভব হবে, ঈদের আগে তত দ্রুতই সব হারানোর ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো যাবে।’

এই সংগীতশিল্পী আরও বলেন, ‘শুধু তা-ই নয়, বঙ্গবাজার থেকে কেনা এসব পোড়া কাপড় রিসাইকেল করে তা দেশের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করবে বিদ্যানন্দ।’
এই তালিকায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা বুবলীও। তিনি আজ বিকেলে কিছু পোড়া কাপড় কিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যার্থে অর্থ তুলে দিয়েছেন বিদ্যানন্দের হাতে।

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে বুবলী তাঁর ফেসবুক পেজে কেনা কাপড়সহ ছবি পোস্ট করে

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে বুবলী তাঁর ফেসবুক পেজে কেনা কাপড়সহ ছবি পোস্ট করে। ফেসবুক থেকে নেওয়া

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে বুবলী তাঁর ফেসবুক পেজে কেনা কাপড়সহ ছবি পোস্ট করে লিখেছেন, ‘বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় বিদ্যানন্দের কাছ থেকে আজ কিনে নিলাম, যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে, কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে।’

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তাঁর চিকিৎসা প্রতিষ্ঠান হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন এই নায়িকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.