চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিজিএমইএ পোশাকপল্লির সড়ক ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার এই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের বিজিএমইএ পোশাকপল্লির অভ্যন্তরে প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে দুই লেনের ২৩ কিলোমিটার সড়ক এবং ২৯ কিলোমিটার দীর্ঘ ড্রেন নির্মাণ করা হবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠান চাইলে এখনই জমি বুঝে নিয়ে পোশাকপল্লিতে কারখানা নির্মাণের কাজ শুরু করতে পারে।
পোশাকপল্লি স্থাপনের জন্য বেজার কাছে প্রথমে ৫০০ একর জমি চেয়েছিল তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালে বেজা ও বিজিএমইএ একটি সমঝোতা চুক্তি সই করে। ২০২১ সালে বিজিএমইএর ৪১টি সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে জমি বরাদ্দ–সংক্রান্ত চুক্তি করে বেজা।