বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জনেন্দ্র নাথ সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনেন্দ্র নাথ সরকারকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
শিল্প মন্ত্রণালয়ের আগে জনেন্দ্র নাথ জ্বালানি বিভাগে উসচিব ও যুগ্মসচিব পদে কর্মরত ছিলেন।