পিছিয়ে পড়েও দারুণ জয় বার্সেলোনার

0
23
বার্সেলোনা

লা লিগায় নিজেদের ষষ্ঠ ম্যাচে রিয়াল ওবেইদোর বিপক্ষ মাঠে নেমেছিল বার্সেলোনা। এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত কাম ব্যাকে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো তারা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। আলবের্তো রেইনার দর্শনীয় গোলে পিছিয়ে পড়ার পর, এরিক গার্সিয়ার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। বদলি নেমে রবের্ত লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে জালের দেখা পান রোনাল্দ আরাউহো।

এদিন শুরু থেকে বল দখলে রেখে শুরু করে কাতালানরা। দশম মিনিটে রাফিনিয়ার পাসে মার্কাস র‌্যাশফোর্ডের ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ওবেইদো গোলরক্ষক। ২২তম মিনিটে বক্সের বাইরে থেকে র্যাশফোর্ডের আরেকটি শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন তিনি।

৩৩ মিনিটে বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার চরম ভুল আর রেইনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওবেইদো। বক্সের অনেকটা বাইরে এসে ক্লিয়ারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের পায়ে তুলে দেন গার্সিয়া। প্রায় ৪০ গজ দূর থেকে উঁচু শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার রেইনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফেরে বার্সেলোনা। ৫৬তম মিনিটে আরাউহোর পাসে কাছের পোস্টে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি ফেররান তরেস। গড়িয়ে যাওয়া বল দূরের পোস্টে পা ছুঁয়ে জালে পাঠান ডিফেন্ডার এরিক গার্সিয়া।

৬৫তম মিনিটে রাফিনিয়াকে তুলে লেভানদোভস্কিকে মাঠে নামান বার্সেলোনা কোচ। ফলও মিলে যায় দ্রুত। ৭০তম মিনিটে ডান দিক থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে কাছের পোস্টে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আরাউহো। র‌্যাশফোর্ডের কর্নারে হেডে গোলটি করেন উরুগুয়ের এই ডিফেন্ডার। একটু পর দারুণ একটি সেভ করে দুই গোলের ব্যবধান ধরে রাখেন হোয়ান গার্সিয়া।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.