পাহাড়ি জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা সরকারের আইনগত বাধ্যবাধকতা: এমএসএফ

0
15
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)

খাগড়াছড়ি ও রাঙামাটিতে হতাহত, অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।  তারা বলেছে, পার্বত্য জেলাগুলোতে পাহাড়িদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের আইনগত বাধ্যবাধকতা।

আজ শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন বিবৃতি দিয়েছে এমএসএফ। এতে বলা হয়, শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম সম্প্রদায় অনেকাংশে অবহেলিত থেকে যাচ্ছে। আবার একশ্রেণির অশুভ মহল অঞ্চলটিকে অশান্ত করার কাজে সক্রিয় রয়েছে। ফলে পাহাড়ি জনগোষ্ঠী প্রতিনিয়ত নানাভাবে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে।

এমএসএফ খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন এবং প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘাতের রেশ পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষ-সহিংসতায় পার্বত্য এই দুই জেলায় গত বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৪ জন নিহত এবং অন্তত ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রাঙামাটিতে ১৪৪ ধারা বলবৎ, খাগড়াছড়িতে নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.