রাঙ্গামাটি পার্বত্য জেলায় বেকারত্ব দুরীকরণ, দারিদ্র্য বিমোষণ, শিক্ষার মানোন্নয়ন, আর্থ কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নের নিমিত্তে ‘‘ বিশেষ প্রকল্প কর্মসূচীর’’ আওতায় বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান/প্রকল্পের জন্য ২৫৬৪ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত অর্থ ব্যয়ের জন্য যে সব ব্যক্তি প্রতিষ্ঠানের নাম রয়েছে- বিশেষ করে বিভিন্ন ইউনিয়ন পরিষেদের অনুকুলে, সমিতি, ক্লাব ও ব্যক্তির নাম। তদমধ্যে দুই জন সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা ও মো: কামাল উদ্দিনের নামেও উন্নয়ন প্রকল্পের বরাদ্দ প্রদান করা হয়েছে।
প্রকল্পের অনুদানের ধরনগুলোর মধ্যে ক্লাবের সরঞ্জাম ক্রয়, গবাদি পশু পালন, মৎস্য, কৃষি সরঞ্জাম, তাঁত, মাসরুম চাষ, ফলজ বাগান, এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও শিক্ষার অবকামো উন্নয়ন।
বরাদ্দকৃত তালিকা:


















