পারস্পরিক মূল্যবোধ ও সহযোগিতার ক্ষেত্রে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: পেন্টাগন

0
28
পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার,ছবি: পেন্টাগনের নিয়মিত ব্রিফিংয়ের ভিডিও থেকে নেওয়া

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করা হবে এবং মানবাধিকার রক্ষা করা হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে। বিষয়টি পেন্টাগন কীভাবে দেখছে? এ ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ আছে কি?

জবাবে প্যাট রাইডার বলেন, ‘আপনার জানেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ার মতো পারস্পরিক মূল্যবোধ ও স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতামূলক কাজের জন্য প্রস্তুত রয়েছি। তবে এ পরিস্থিতিতে যেকোনো ধরনের যোগাযোগের বিষয়ে আমার কাছে এখনই বলার মতো কিছু নেই।’

পেন্টাগনের প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের কথা বলতে গেলে আমরা অবশ্যই এটা প্রত্যাশা করি, বাংলাদেশে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করা হবে এবং মানবাধিকার রক্ষা করা হবে।’

বৃহত্তর পরিসরে যুক্তরাষ্ট্র–বাংলাদেশের সম্পর্কের বিষয়ে কিছু জানার থাকলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন মেজর জেনারেল প্যাট রাইডার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.