সিন্ধু নদের পানি হ্রাস কিংবা প্রবাহ ঘুরিয়ে দেয়ার চেষ্টা করলে সর্বোচ্চ শক্তিতে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া পেহেলগাম হামলায় জড়িত থাকার অভি্যোগকে ভিত্তিহীন বলেও উড়িয়ে দেন তিনি।
শনিবার (২৬ এপ্রিল) কাকুল অ্যাকাডেমিতে সামরিক বাহিনীর সমাপনী কুচকাওয়াজে বক্তব্য দেয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় তার দেশ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে আগ্রহী আছে বলেও জানান।
শেহবাজ বলেন, সিন্ধুর পানি বন্ধ কিংবা প্রবাহ ঘুরিয়ে দেয়ার চেষ্টা করলে তার জবাব সর্বোচ্চ শক্তি দিয়ে দেয়া হবে। হুঁশিয়ার করে বলেন, এ নিয়ে কেউ যেন ভ্রান্ত ধারণা নিয়ে না থাকে।
পাকিস্তান মুসলিম লিগ দলের এই নেতা বলেন, পানি আমাদের অন্যতম জাতীয় স্বার্থ ও জীবন রেখা। যেকোনো পরিস্থিতিতে পানির নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে কোনো সন্দেহ নেই।
পাক সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় পূর্ণ প্রস্তুত বলেও জানান শেহবাজ। তিনি বলনে, ২৪ কোটি জনগণ দেশের একেক ইঞ্চি মাটি রক্ষায় সেনাবাহিনীর সঙ্গে আছে।