পাথরকাণ্ডে এবার কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

0
23
ইউএনও আজিজুন্নাহা

সিলেটের আলোচিত পাথরকাণ্ডে প্রশাসনিক ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মুহাম্মদ রেজা উন নবী স্বাক্ষরিত এক পত্রে এই বদলির আদেশ জারি করা হয়।

একই সঙ্গে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কোম্পানীগঞ্জের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বদলির পর আজিজুন্নাহারকে নতুন কর্মস্থল হিসেবে ফেঞ্চুগঞ্জে পদায়ন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ব্যাপক পাথর লুট এবং অবৈধ উত্তোলনের ঘটনা সামনে আসে। এসব ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। বিশেষ করে আশপাশ থেকে কয়েক লাখ ঘনফুট পাথর উদ্ধারের ঘটনায় ইউএনওর কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জে দীর্ঘদিন ধরে পাথরখেকো সিন্ডিকেট সক্রিয় থাকলেও সম্প্রতি এর ভয়াবহতা আরও বেড়েছে। এ নিয়ে স্থানীয় সুশীল সমাজ, পরিবেশবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জোরালো হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.