পাকিস্তানের দুঃসময়ে আবারও পাশে দাঁড়াল চীন

0
20
পাকিস্তান ও চীন

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের ঋণ নবায়ন করেছে চীন। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র রোববার (২৯ জুন) জানিয়েছে, এই ঋণ নবায়নের পাশাপাশি সাম্প্রতিক অন্যান্য কিছু বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটির জন্য ৩৪০ কোটি ডলার বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। পাশাপাশি, পুনর্বিনিয়োগ করা হবে সম্প্রতি শোধ করা আরও ১৩০ কোটি ডলারের ঋণ।

এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ইসলামাবাদকে ২১০ কোটি ডলারের বেশি ঋণ দিয়েছিল বেইজিং, যা গেল তিন অর্থ বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে বেইজিংয়ের সহায়তা মিলে পাকিস্তানের বৈদেশিক রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০০ কোটি ডলারে উন্নীত হতে পারে।

মধ্যপ্রাচ্যের একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে ১০০ কোটি এবং বহুমুখী আর্থিক সহায়তা সংস্থার পক্ষ থেকে ৫০ কোটি ডলার দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আইএমএফের দেয়া শর্ত অনুযায়ী, জুনের শেষ নাগাদ পাকিস্তানকে কমপক্ষে ১ হাজার ৪০০ কোটি ডলারের বৈদেশিক রিজার্ভ বজায় রাখতে হবে। ইসলামাবাদ বলছে, এই পদক্ষেপগুলো আইএমএফের বেইলআউট কর্মসূচির আওতায় স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টায় সহায়ক হবে। ৭০০ কোটি ডলারের আইএমএফ ঋণ সহায়তা এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছ বলে মত পাকিস্তানের কর্মকর্তাদের।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.