পাকিস্তানের এই মডেলকে বাংলা সিনেমায় নেওয়ার কারণ জানালেন পরিচালক

0
10
মডেল ও অভিনেত্রী জারা আহমেদফেসবুক থেকে

গতকাল বুধবার খবর মেলে, বাংলাদেশের সিনেমায় কাজ করছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। আগের দিন মঙ্গলবার তিনি ‘ফোর্স’ নামের এ সিনেমায় চুক্তিবদ্ধ হন। পরিচালক আসিফ ইকবাল জুয়েল নিজেই জানিয়েছেন, পাকিস্তানের এই মডেলকে নিয়ে সিনেমা বানানোর খবর। হঠাৎ দেশের সিনেমায় পাকিস্তানের মডেল কেন? গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটা নিয়ে আলোচনা করেছেন।

পরিচালক আসিফ ইকবাল জানান, এ সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এই সিনেমা। সিনেমায় পাকিস্তানের মডেলকে নেওয়ার কারণ জানতে চাইলে এ তরুণ নির্মাতা জানান  ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাঁকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা—মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’

মডেল ও অভিনেত্রী জারা আহমেদ
মডেল ও অভিনেত্রী জারা আহমেদফেসবুক থেকে

কীভাবে খোঁজ পেলেন এই মডেলের, এ প্রসঙ্গে পরিচালক জানান, সিরিয়ালে জারার অভিনয় দেখে পছন্দ হয় তাঁর। পরে তিনি ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক এই মডেলের সঙ্গে ভাগাভাগি করেন। নির্মাতার ভাষ্যে, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাঁকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে–বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।’

মডেল ও অভিনেত্রী জারা আহমেদ
মডেল ও অভিনেত্রী জারা আহমেদফেসবুক থেকে

আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি–প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং করবেন এই তরুণ নায়িকা। প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন জারা। এপ্রিলে শুটিং শেষে এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান।

মডেল ও অভিনেত্রী জারা আহমেদ
মডেল ও অভিনেত্রী জারা আহমেদফেসবুক থেকে

পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন। এদিকে পাকিস্তানি এই মডেল ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন। মডেলিংয়ে বেশি দেখা গেলেও এর আগে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’সহ একাধিক টিভি সিরিজে তিনি পরিচিতি পেয়েছেন। ‘ফোর্স’ সিনেমায় জারার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার।

মডেল ও অভিনেত্রী জারা আহমেদ
মডেল ও অভিনেত্রী জারা আহমেদফেসবুক থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.