পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, ৬ সেনা নিহত

0
16
পাকিস্তানে ৬ সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদী। এতে প্রাণ গেছে অন্তত ৬ সামরিক সদস্যের। এছাড়া ট্রেনে থাকা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ যাত্রীদের একটি বড় অংশকে জিম্মি করেছে তারা ।

মঙ্গলবার (১১ মার্চ) চালানো আচমকা এ হামলার শিকার হয় পাকিস্তানের কোয়েটা থেকে পেশওয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেন।

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা

হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি।

জানা গেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার বিরুদ্ধে কোনোরকম সামরিক পদক্ষেপ নেয়া হলে সকল জিম্মিকে হত্যার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.