পরিকল্পনার উল্টোটা করেছে বোলাররা, দাবি হাথুরুর

0
139
ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের বোলিং।

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওই হারে ব্যাটিং এবং বোলিংয়ের দায় দেখেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তবে টস জিতে বোলিং নেওয়া, তিন পেসার-তিন স্পিনার নেওয়ায় কোন ভুল দেখেন না তিনি। কোচের মতে, পরিকল্পনাও ছিল ভালো। বোলাররা তা কাজে লাগাতে পারেননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘পরিকল্পনা ছিল স্টাম্প লাইনে বল করা। অফ স্টাম্পের বাইরের লাইনে বোলিং করা নয়। বিশেষ করে প্রথম ১০ ওভারে। পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারা আমাদের পিছিয়ে দিয়েছে। এই ম্যাচের বোলিং নিয়ে আমি হতাশ। আমরা আরও স্টাম্পে বল করতে পারতাম।’

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের পেস বোলাররা আশার ভেলায় ভাসিয়েছিলেন। কিন্তু আফগানিস্তানের পরে ইংল্যান্ড ম্যাচেও সেই ছন্দে বোলিং করতে পারেননি তারা। আফগানদের বিপক্ষে নতুন বলে খরুচে ছিলেন তাসকিন-শরিফুলরা। ইংল্যান্ডের বিপক্ষেও কন্ডিশনের সুবিধা নিতে পারেননি তারা।

বিয়ষটি উদ্বেগের বলে উল্লেখ করেছেন বাংলাদেশের লঙ্কান কোচ হাথুরু, ‘আমাদের পেস বোলাররা খুব ভালো করছিল। কিন্তু এই দুই ম্যাচে তারা সেটা পারেনি। পাওয়ার প্লেতে দিনের ম্যাচে সিম মুভমেন্ট থাকে। এই ম্যাচেও ছিল। হ্যা, শুরুতে কিছু মিস হিট হয়েছে তাদের। পরে তারা ভালো খেলেছে। শুরুতে উইকেট পেলে গল্পটা ভিন্ন হতে পারতো।’

টস জিতে বোলিং নেওয়াও ভুল হয়নি বলে মন্তব্য করেছেন হাথুরুসিংহে, ‘আমরা শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ভুল করিনি। কারণ উইকেটে বিশেষ কিছু ছিল। রাতে বৃষ্টি হয়েছে। প্রথম ১০ ওভারে ভালো করার সুযোগ ছিল। এটাই আমাদের বোলিং নেওয়ার কারণ। কিন্তু বোলাররা ঠিক লাইনে বোলিং করতে পারেনি। পরে অবশ্য তারা সাহসী বোলিং করেছে, খুব ভালো কামব্যাক করেছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.