জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সমাবেশের স্থান নিয়ে দলীয় অবস্থান তুলে ধরা হবে বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন দলের মহাসচিবসহ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। ওই বৈঠকে সমাবেশের ভেন্যু পরিবর্তনে প্রশাসনের বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের জন্য বিএনপিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের বিকল্প আরও দুটি ভেন্যুর নাম প্রস্তাবের অনুরোধ জানিয়েছে ডিএমপি। তবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ আয়োজনে অনড় অবস্থানের কথা পুলিশকে জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রুহুল কবির রিজভী পল্টন থানার ওসির কাছে একটি চিঠি পাঠান যাতে বলা হয়েছে, ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সকল প্রস্ততি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।