আবদুল মান্নানের ভাতিজা নাসির আহমেদ বলেন, গতকাল সোমবার এশার নামাজের পর তাঁর চাচা বাড়ির পাশের একটি দোকানে চা খেতে যান। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। মুঠোফোনে ফোন করা হলেও তা কেউ ধরেননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন একটি নালার মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, বৃদ্ধ আবদুল মান্নান রাতে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় নালার মধ্যে পড়ে মারা গেছেন। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।