ফিফার ক্রমতালিকায় ২১০ দেশের মধ্যে সবার নিচে রয়েছে তারা। সেই স্যান মারিনো প্রতিপক্ষের মাঠে প্রথম জয়ের দেখা পেয়েছে। লিখেনস্টাইনের বিপক্ষে গত রাতে ৩-১ গোলে জিতেছে তারা। এ ছাড়া প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম একের অধিক গোলের কীর্তিও গড়ল দলটি। আর সব মিলিয়ে এটি তাদের ৩ গোল করা প্রথম ম্যাচ।
তাদের হারিয়েই ২০ বছর পরে প্রথম জয়ের মুখ দেখেছিল স্যান মারিনো। ২০০৪ সালে লিখেনস্টাইনকে হারানোর পর একটি ম্যাচে জয় পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ১৪০ ম্যাচ এবং ক্যালেন্ডারের হিসেবে ২০ বছর। গতকাল উয়েফা নেশন্স লিগের ম্যাচে পিছিয়ে পরেও সেই লিখেনস্টাইনকে হারিয়ে পরবর্তী পর্যায়ের টিকিট জোগাড় করলো এই দল। লিগ ডি-র গ্রুপ ১-এর শীর্ষে থেকেই লিগ সি-তে পৌঁছে গেল তারা।
লিখেনস্টাইনের রাইনপার্ক স্টেডিয়ামে অ্যারন সেলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর প্রথম মিনিটেই লরেঞ্জো লাজ্জারির গোলে আসে সমতা। নান্নি গোল করেন ম্যাচের ৬৬ মিনিটে। সেটা অবশ্য এসেছে পেনাল্টির কল্যাণে। মিনিট দশেক পরেই গোল করেন আলেসান্দ্রো গোলুনচ্চি। সবমিলিয়ে হিসেব করলে, ২১০ ম্যাচ আর ৩৪ বছরের অপেক্ষা শেষে এবারই প্রথম প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছে সান মারিনো