নিহত রিকশাচালকের পরিবারকে পুরস্কারের অর্থ দেওয়ার পর যা বললেন মিরাজ

0
40
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালক পরিবারের কাছে পাকিস্তান সিরিজের 'ম্যান অব দ্যা সিরিজ' এর পুরষ্কারের অর্থ তুলে দেন মিরাজের বাবা মা।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আর সেই অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ম্যাচসেরার পুরস্কার হাতে পেয়ে এই ঘোষণা দেন মিরাজ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিহত সেই রিকশাচালকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিরাজ। এরপর তাদের তুলে দিয়েছেন সিরিজসেরা হয়ে পাওয়া অর্থের পুরোটাই। সিরিজসেরা হয়ে টাইগার এই অলরাউন্ডার ৫ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার পেয়েছিলেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন মিরাজ নিজেই। ক্যাপশনে লিখেছেন, সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিলো। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কন্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছিল।

‘সেই ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে।’

এদিন নিজের মা-বাবাকে নিয়েই সেই রিকশাচালকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিরাজ। তিনি আরও লিখেছেন, গতকাল আমার বাবা ও মায়ের হাত দিয়ে এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি আরিয়ান, আরমান ও আমেনার মায়ের হাতে। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।

ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইওয়াশ হয়েছে পাকিস্তান। টাইগার এমন সাফল্যের অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। তাই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই টাইগার অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ১৫৫ রান ও ১০ উইকেট নিয়েছেন।

ঐতিহাসিক সিরিজ জয়ে সেরা খেলোয়াড় হওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই অন্যরকম এক অনুভূতি। যখন সিরিজসেরা হিসেবে মিরাজের নামটা ঘোষণা করা হলো, ঠিক সেই মুহূর্তে মিরাজ স্মরণ করেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া এই রিকশাচালককে।

প্রথম টেস্টে বাংলাদেশ জয় পায় ১০ উইকেটের বড় ব্যবধানে। সেই জয়ে বড় অবদান রেখেছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় টেস্টে ব্যাট-বল দুই বিভাগেই তার বড় ভূমিকা রয়েছে। প্রথম ইনিংসে তিনি শিকার করেন ৫ উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে করেন ৭৮ রান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.