নিলামে তোলা হচ্ছে এস আলমের সম্পত্তি

0
32
এস আলম
বকেয়া ঋণের অর্থ আদায়ে এবার এস আলমের সম্পত্তি নিলামে তুলতে যাচ্ছে জনতা ব্যাংক। এক হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য জামানত হিসেবে থাকা এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের সম্পত্তি নিলাম করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।
 
সম্প্রতি জাতীয় পত্রিকায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ নভেম্বর নিলামের তারিখ ধার্য হয়েছে।
 
ব্যাংকের তথ্য অনুযায়ী, বিশাল এ ঋণের বিপরীতে চট্টগ্রাম ও গাজীপুরের ১৮৬০ শতাংশ জমি বন্ধক রাখে এস আলম গ্রুপ, যার বাজারমূল্য সর্বোচ্চ ৩৫৮ কোটি টাকা। এ দাম পাওনা টাকার মাত্র পাঁচ ভাগের এক ভাগ। এ সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ পুরোপুরি আদায় করা সম্ভব নয়।
 
অর্থঋণ আদালত আইনের ১২(৩) ধারা অনুযায়ী, ব্যাংক মামলা করার আগেই জামানতের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় সম্ভব।
 
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-এর ২০২১ সালের এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা না মেনে ঋণসীমা অতিক্রম করে অতিরিক্ত ঋণ নিয়েছে।
 
এতে আরও বলা হয়, ২০১২ সালে সাধারণ বিমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে গ্লোবাল ট্রেডিং করপোরেশন প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়। এই ঋণ ২০২১ সাল পর্যন্ত সুদে আসলে মোট এক হাজার ৭০ কোটি ৬৫ লাখ টাকায় পৌঁছেছে। সুদাসল মিলিয়ে ঋণের পরিমাণ ২০২৪ সালের সেপ্টেম্বরে এক হাজার ৮৫০ কোটি টাকায় উন্নীত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.