ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, আজ আমরা প্রতিটি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে পাচ্ছি। এ উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের; বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত সব শহীদদের। মহান আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
নবনির্বাচিত ভিপি আরও বলেন, নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত আমাদের ওপর অর্পণ করেছেন, আমরা সেটি যথাযথভাবে রক্ষা করব। আমরা অঙ্গীকার করছি, স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না।
তিনি বলেন, আমি শুধু ভিপি হিসেবে নয়, বরং একে অপরকে ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চাই। আমরা চাই ক্যাম্পাস হোক একটি নিরাপদ, সহনশীল ও মানবিক পরিবেশের জায়গা। নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
সাদিক কায়েম আরও বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টা। আমরা আশা করি, তারা যেকোনো বিষয়ে আমাদের পরামর্শ দেবেন এবং আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথ দেখাবেন।