নির্বাচনে ড্রোন ওড়ানো যাবে না, এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

0
10
জাতীয় সংসদ নির্বাচনে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমসহ কেউ ড্রোন ওড়াতে পারবে না। একইসঙ্গে এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে ইসি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

সানাউল্লাহ বলেন, এআই’র অপব্যবহারের ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছি। কিন্তু অসুবিধাটা হলো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যালইনফরমেশন। এই তিনটার মধ্যে এখন বিশেষ করে ডিসইনফরমেশন, যেটা এআই ব্যবহার করে বেশি হয়।

তিনি আরও বলেন, একজন ব্যক্তির ভয়েসকে ক্লোন করে একটা কিছু করল বা একটা ভিডিও তৈরি করল বা যেকোনো কন্টেন্ট অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করল, যেটা সত্য নয়। মূলত হেয় করার উদ্দেশ্যে এটা করা হয়। এগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধি সংযুক্ত করেছি। এই আচরণবিধি শুধু প্রার্থী এবং দলের জন্য। কিন্তু এআই’র ব্যবহার এদের বাইরেও বিভিন্নভাবে করা হবে। সেগুলো প্রতিহত করতে আমরা একটা কমিটি গঠন করেছি। ইতোমধ্যে তারা কাজ করছে কীভাবে কী করা যায়।

ড্রোনের ব্যবহারে বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ড্রোন এবং কোয়ার্ডকপ্টার- এ ধরনের কোনো কিছু কোনো প্রার্থী, তার এজেন্ট বা কেউ ব্যবহার করতে পারবেন না। গণমাধ্যমও পারবে না। কারণ কোনটা গণমাধ্যমের আর কোনটা গণমাধ্যমের না, তা চিহ্নিত করা অনেক কঠিন।

সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে মো. সানাউল্লাহ বলেন, কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার করার চিন্তা-ভাবনা নিয়েও আমরা কাজ করছি। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.