নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেছেন, তিনি কোনো মামলার আসামি কিনা তা জানা নেই; কেননা এজাহারে পিতার নামে মিল নেই। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর সোমবার (১১ নভেম্বর) প্রথম দিন অফিসে এসে মন্তব্য করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা জানান, যদি তার আসামি হওয়ার বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায় তাহলে আইনগতভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, ছাত্র আন্দোলনের চেতনার সাথে ছিলেন তিনি। আশ্বাস দেন, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবেন। বলেন, ব্যবসায়ী হিসেবে সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে নয়, বরং মানুষের জন্য কাজ করতে দায়িত্বে এসেছেন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
এর আগে, রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নেন শিল্পপতি সেখ বশিরউদ্দীন। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার পর রাতেই বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে গণঅধিকার পরিষদ। এছাড়া রাতেই যশোরে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী আন্দোলন। এ সময় বিক্ষুব্ধরা দাবি করেন, অভ্যুত্থানের সময় সেখ বশির ছাত্র-জনতার বিপক্ষে ছিলেন। তার নামে শিক্ষার্থী হত্যার দায়ে মামলা হয়েছে বলেও দাবি করা হয়।