নিজের নাম বদলেছেন যেসব বড় তারকা

0
18
মাইলি সাইরাস, টম ক্রুজ, কেটি পেরি

নানা কারণেই নাম বদলেছেন তাঁরা। কারও নাম বড় ছিল, কেউবা নাম বদলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন। পিপল সাময়িকী অবলম্বনে জেনে নেওয়া যাক এমন দশ তারকার কথা, যাঁরা তাঁদের নাম বদলেছেন।

জন লেজেন্ড
আসল নাম: জন রজার স্টিফেন্স
‘অল অব মি’খ্যাত এই গায়ক সারা বিশ্বে প্রেমের গান দিয়ে মন জয় করেছেন। তবে ‘লেজেন্ড’ নামটা এসেছে ‘ফ্রেন্ডস’ সিটকম থেকে পাওয়া এক ডাকনাম থেকে।

ভিন ডিজেল। রয়টার্স
ভিন ডিজেল। রয়টার্স

ভিন ডিজেল
আসল নাম: মার্ক সিনক্লেয়ার
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা নিজের নাম রেখেছেন নিজের মধ্যনাম ‘ভিনসেন্ট’-এর সংক্ষিপ্ত রূপ আর বন্ধুদের দেওয়া ‘ডিজেল’ ডাকনাম মিলিয়ে।

কেটি পেরি
আসল নাম: ক্যাথরিন এলিজাবেথ হাডসন
কেটি তাঁর মায়ের জন্মসূত্রের পদবি ‘পেরি’ গ্রহণ করেন, যেন অভিনেত্রী কেট হাডসনের সঙ্গে কেউ গুলিয়ে না ফেলেন।

মাইলি সাইরাস
মাইলি সাইরাসরয়টার্স

মাইলি সাইরাস
আসল নাম: ডেসটিনি হোপ সাইরাস
শৈশবে ‘স্মাইলি’ ডাকনাম থেকে অনুপ্রাণিত হয়ে পরে নিজের নাম রাখেন ‘মাইলি’। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে নাম পাল্টান ‘মাইলি রে সাইরাস’।

হোয়াকিন ফিনিক্স
আসল নাম: হোয়াকিন বটন
সত্তরের দশকে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়ে তাঁর পরিবার নাম পরিবর্তন করে ফেলে ‘ফিনিক্স’।

টম ক্রুজ। এএফপি
টম ক্রুজ। এএফপি

টম ক্রুজ
আসল নাম: থমাস ক্রুজ ম্যাপোথার চতুর্থ
একজন এজেন্টের পরামর্শে নিজের দীর্ঘ পদবি বাদ দিয়ে হলিউডে পা রাখেন সংক্ষিপ্ত নাম ‘টম ক্রুজ’ দিয়ে।

ডেমি মুর
আসল নাম: ডেমেট্রিয়া জিন গাইন্স
গায়ক ফ্রেডি মুরকে বিয়ের পর তাঁর পদবি গ্রহণ করেন। তবে পরবর্তী সময় এটি তাঁর হলিউড নাম হিসেবেই পরিচিতি পায়।

মেরিলিন মনরো
মেরিলিন মনরোছবি: আইএমডিবি

মেরিলিন মনরো
আসল নাম: নর্মা জিন মর্টেনসন
এক স্টুডিও কর্মকর্তা তাঁর নাম রাখেন ‘মেরিলিন’, আর মায়ের জন্মসূত্রের পদবি ‘মনরো’ জুড়ে দেন। এভাবেই নর্মা জিন হয়ে যান মেরিলিন মনরো। এর পরের গল্প তো আপনার জানা।

ন্যাটালি পোর্টম্যান
আসল নাম: নেতা-লি হার্শলাগ
জনপ্রিয়তার সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার তাগিদে তিনি নিজের দাদির পদবি ‘পোর্টম্যান’ গ্রহণ করেন।

জেনিফার অ্যানিস্টন
আসল নাম: জেনিফার লিন আনাস্তাসাকিস
গ্রিক বংশোদ্ভূত এই অভিনেত্রীর পরিবার যখন বিনোদনজগতে আসে, তখনই তাঁদের দীর্ঘ গ্রিক পদবি সংক্ষিপ্ত করে করা হয় ‘অ্যানিস্টন’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.