ককেশাস অঞ্চলের বিতর্কিত নাগর্নো-কারাবাখে রাশিয়ার একদল শান্তিরক্ষী নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়ি হালকা-অস্ত্রের হামলার শিকার হলে তারা নিহত হন। খবর পার্স টুডের
রুশ শান্তিরক্ষীরা যখন তাদের পর্যবেক্ষণ পোস্টে ফিরে আসছিলেন তখন তাদের গাড়ি অজ্ঞাত হামলাকারীদের দ্বারা আক্রান্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় গাড়িতে থাকা সব শান্তিরক্ষী ঘটনাস্থলে নিহত হন; তবে তাদের সঠিক সংখ্যা জানায়নি ওই মন্ত্রণালয়।
রাশিয়া ও আজারবাইজানের পর্যবেক্ষকরা এ ঘটনার তদন্ত শুরু করেছেন বলেও মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
মঙ্গলবার আজারবাইজানের সেনাবাহিনী নাগরনো-কারাবাখ অঞ্চলে ‘স্থানীয় ধরনের সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান’ শুরু করলে ওই অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দেয়। আর্মেনিয়া নাগর্নো-কারাবাখে সেনা সমাবেশ ঘটিয়েছে বলেও অভিযোগ করেছে বাকু।